IQNA

আমেরিকার শিয়া মুসলমানদের সন্ত্রাস বিরোধী মিছিল/ ইমাম হুসাইন (আ.) দায়েশের মত সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন

22:48 - December 07, 2015
সংবাদ: 3460929
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইনের (আ.) জন্য শোক পালনে শিয়া মুসলমানরা আমেরিকা রাজধানী ওয়াশিংটনে মিছিল বের করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শ্লোগান দেন।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইনের (আ.) শোকে শোকাহত মুসলমানরা ৬ষ্ঠ ডিসেম্বর বেশ কয়েক ঘণ্টা ওয়াশিংটনের রাস্তায় শোকের মিছিল প্রদর্শন করেন।
শোক মিছিলে অংশগ্রহণকারী শিয়া মুসলমানদের অধিকাংশই ছিলেন ওয়াশিংটন ডিসির অধিবাসী। এসময়ে তারা ইমাম হুসাইনের (আ.) নাম লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।
তারা হোয়াইট হাউসের পথে আজাদির, মাতম এবং রোনাজারি করেন।
ওয়াশিংটন পোস্ট লিখেছে: কয়েক দিন আগে, ১১ মিলিয়নের অধিক শিয়া এবং আরও অনেকে ইমাম হুসাইনের(আ.) আরবাইন তথা চল্লিশা পালন করার জন্য কারবালা গিয়েছিলেন। যদিও এর সঠিক সংখ্যা প্রায় ২৭ মিলিয়ন ছিল।
ইমাম হুসাইনের(আ.) আজাদারীতে অংশগ্রহণকারীদের মধ্যে বহু নারী এবং শিশুও ছিলেন। তারা পথচারীদেরকে কফি এবং কেক দিয়ে আপ্যায়ন করছিলেন এবং কারবালার বানী পৌছে দিচ্ছিলেন।
১৪০০ বছর পূর্বে ইমাম হুসাইন (আ.) দায়েশের মত সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন
শোক মিছিলে অংশগ্রহণকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাহরা রেজা বলেন, বর্তমানে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ইসলাম বিদ্বেষীদের বৃদ্ধি ফলে কোন কোন মুসলমানেরা ঘরের বাহিরে বের হতে ভয় পাচ্ছে। তবে আমাদের সকলকেই ঘরের বাহিরে এসে প্রকৃত ইসলামকে প্রচার করতে হবে। দায়েশ এমন লোকের আদর্শে গঠিত হয়েছে যার বিরুদ্ধে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ১৪০০ বছর পূর্বে সংগ্রাম করেছেন।
3460823

captcha