IQNA

অনলাইনে সাড়া ফেলেছে 'তুমি কোনো মুসলিম নও'

23:07 - December 08, 2015
সংবাদ: 3461367
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি লন্ডনে লেইটনস্টোন টিউব স্টেশনে এক ব্যক্তি ছুরি চালিয়ে তিনজনকে আহত করেছে। আর এ সময় আরেকজন লোক 'তুমি কোনো মুসলিম নও' বলে তাকে যে ধিক্কার জানিয়েছিলেন - তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বার্তা সংস্থা ইকনা: মুহাইদিন মির নামের সোমালিয়ান-বংশোদ্ভূত ২৯ বছরের ওই যুবক তিন ব্যক্তিকে ছুরিকাঘাত করার সময় বলছিলেন যে 'সিরিয়ার ঘটনাবলীর প্রতিশোধ নেবার' জন্যই তার ওই আক্রমণ। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে টেজারগান দিয়ে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করে।  ওই আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি এখনো হাসপাতালে।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে আক্রমণকারীর গ্রেফতারের দৃশ্য ধারণ করে। ধারণকৃত ভিডিওতে শোনা যায়, উপস্থিত লোকজনের একজন চিৎকার করে আক্রমণকারীর উদ্দেশ্যে বলছেন, 'YouAintNoMuslimBruv' অর্থাৎ 'তুমি কোনো মুসলিম নও ভাই।'
যিনি এ কথা বলেন তার মুখ ভিডিওতে দেখা যায় নি, তার পরিচয়ও এখনো জানা যায় নি। কিন্তু টিভির খবরে প্রচারিত ওই ভিডিওটিতে তার কণ্ঠ ব্যাপক সাড়া ফেলে ব্রিটেনে।
ঘটনার পরদিনই টুইটারে এ উক্তিটি সবচাইতে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়। জনগণ এ হ্যাশট্যাগ প্রচার করার মাধ্যমে বুঝাতে চেয়েছে যে, ইসলামের নামে সন্ত্রাসীরা যে সকল নিরীহ মানুষকে হত্যা করছে তা ধর্মের পরিপন্থী এবং এ সকল সন্ত্রাসীরা ইসলাম ধর্মের শিক্ষাকে অনুসরণ করে না।
3460720
 

captcha