বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার মুসলিম যুব সমাজ রোববার (৬ষ্ট ডিসেম্বর) সিডনির রাস্তায় উপস্থিতি হয়ে "ইসলামী সচেতনতা দিবস" উদযাপন করেন এবং ইসলাম ধর্মের শান্তির বার্তা পথচারীদের মধ্যে প্রচার করেন।
তৃতীয় বছরেরমত অস্ট্রেলিয়ার মুসলমানরা ইসলামের ভাবমূর্তি সংশোধনের জন্য সিডনির রাস্তায় পবিত্র কুরআনের আয়াত ও রাসূলের হাদিস ফুল ও পানি দিয়ে বণ্টন করার অনুষ্ঠান পালন করলেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মিনার হাদিদ নামের এক মহিলা বলেন, আমি ইসলামকেও পছন্দ করি এবং আমার দেশ অস্ট্রেলিয়াকেও পছন্দ করি। আর এ জন্যই আমার দেশের জননগণকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেয়ার জন্য চেষ্টা করছি।
তিনি বলেন: ইসলাম হচ্ছে শান্তি এবং মানবতার ধর্ম আর যারা ইসলামের নামে সহিংসতা দেখায় তারা মুসলমান নয় বরং তারা ইসলামের বড় শত্রু।
একটি ভিডিও ফুটেজে দেখা যায় প্রায় ১০০জন সেচ্ছাসেবী মুসলমান অস্ট্রেলিয়ার তিনটি এলাকায় জনগণের মাঝে পানি এবং ফুলসহ পবিত্র কোরআন ও রাসূলের হাদিস বণ্টন করেন।