IQNA

ইয়েরেভানে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উদযাপন

23:44 - December 08, 2015
সংবাদ: 3461375
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইয়েরেভানের কাবুদ মসজিদে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আর্মেনিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় কাবুদ মসজিদে পক্ষ থেকে উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান ৯ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত ইয়েরেভানের কাবুদ মসজিদে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
জামাত সহকারে মাগরিব ও এশার নামাজ পর শোকানুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে আহলে বাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করবেন তেহরান পৌরসভা শিল্প ও সংস্কৃতি বিভাগের প্রধান মাহমুদ সালাহী। এছাড়াও মর্সিয়া ও মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
3460870
 

captcha