IQNA

‘সর্বোচ্চ নেতার চিঠি ইসলামের প্রকৃতির দিকে ফিরে আসার আহবান’

17:53 - December 11, 2015
সংবাদ: 3462125
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতার চিঠিকে ইসলামের প্রকৃতির দিকে ফিরে আসার আহবান হিসেবে অভিহিত করেছেন।


বার্তা সংস্থা ইকনা : ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতার চিঠিকে ইসলামের প্রকৃতির দিকে ফিরে আসার আহবান হিসেবে অভিহিত করেছেন। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

কাজেম সিদ্দিকী বলেন, সর্বোচ্চ নেতার ওই চিঠি সত্য মিথ্যাকে পার্থক্য করে দিয়েছে এবং এটা পাশ্চাত্যের যুবকদের জন্য উপদেশমূলক যাতে তারা পাশ্চাত্যে সহিংসতা, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিস্তারের কারণ উপলব্ধি করতে পারে।

তেহরানের জুমার নামাজের খতিব ফার্সি ১৬ অযার ইরানে ছাত্র দিবস সম্পর্কে বলেছেন, ইরানের ছাত্রদের ধর্মীয় পরিচিতি রয়েছে এবং পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসন সত্ত্বেও ছাত্ররা নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে। তিনি বলেন, স্বাধীনতা ও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা ইরানি ছাত্রদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

ইরানের এ আলেম তার খুতবায় ইরাকের মাটিতে তুরস্কের সেনা মোতায়েনকে অত্যন্ত বিপদজনক অভিহিত করে বলেছেন এর ফলে এ অঞ্চলের মুসলিম দেশগুলোর নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। #



সূত্র : আইআরআইবি

captcha