IQNA

নবীবংশের অষ্টম নক্ষত্র ইমাম রেযার (আ) শাহাদত বার্ষিকী উপলক্ষে জেনেভায় শোকানুষ্ঠান

23:56 - December 11, 2015
সংবাদ: 3462164
আন্তর্জাতিক ডেস্ক: সফর মাসের ৩০ তারিখ ইসলামের ইতিহাসে একটি শোকের দিন। এ দিনে নবীবংশের অষ্টম নক্ষত্র ইমাম রেযা (আ) শাহাদত বরণ করেন। ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেনেভায় আহলে বাইত-(আঃ), ইসলামিক-সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।



বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান ১২ই ডিসেম্বর স্থানীয় সময় ১৭:১৫টায় আহলে বাইত-(আঃ), ইসলামিক-সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
এশার নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠান শুরু হবে। অতঃপর বক্তৃতা ও মর্সিয়া সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইমামের বিরুদ্ধে মামুনের ক্রোধ এবং হিংসা যতো বাড়তে থাকে, ইমামও মামুনের বিরুদ্ধে অকপট সত্য বলার ক্ষেত্রে নির্ভীক হয়ে ওঠেন। কোনোভাবেই যখন ইমামকে পরাস্ত করা গেল না, তখন মার্ভ থেকে বাগদাদে ফেরার পথে ইরানের বর্তমান মাশহাদ প্রদেশের তূস নামক অঞ্চলে মামুন ইমামকে আঙ্গুরের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করে হৃদয় জ্বালা মেটাবার চেষ্টা করে। তখন ইমামের বয়স ছিল পঞ্চান্ন বছর। আসলে বিষ প্রয়োগে ইমামের সাময়িক মৃত্যু ঘটলেও আসল মৃত্যু ঘটেছিল মামুনেরই। পক্ষান্তরে ইমাম শাহাদাতের পেয়ালা পান করে যেন অমর হয়ে গেলেন চিরকালের জন্যে। তার প্রমাণ মেলে মাশহাদে তাঁর পবিত্র সমাধিস্থলে গেলে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসে মাযার যিয়ারত করতে। কেনো তারা ইমামের মাযারে এসে ভিড় জমান ! এ সম্পর্কে যিয়ারতকারীগণ বিভিন্নভাবে তাঁদের আবেগ-অনুভূতি জানিয়েছেন। একজন বলেছেন, আমি যখনই বা যেখানেই কোনো সমস্যার সম্মুখীন হই, তখনই ইমাম রেযার (আ) মাযারে চলে আসি। এখানে এসে আল্লাহর দরবারে সমস্যার সমাধান চেয়ে দোয়া করি। আমি বহুবার লক্ষ্য করেছি, ধর্মীয় এবং পবিত্র স্থানসমূহ বিশেষ করে ইমাম রেযার পবিত্র মাযারে এলে মনোবেদনা ও সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং একধরনের মানসিক প্রশান্তিতে অন্তর ভরে যায়। মনের ভেতর নবীন আশার আলো জেগে ওঠে । এভাবে বিভিন্নজন বিভিন্নভাবে তাঁদের অভিজ্ঞতা ও আন্তরিক প্রশান্তির কথা বলেছেন। জীবিতাবস্থায় যিনি মানুষের কল্যাণে ছিলেন আত্মনিবেদিত, শহীদ হয়েও তিনি যে অমরত্বের আধ্যাত্মিক শক্তিবলে একইভাবে মানবকল্যাণ করে যাবেন-তাতে আর আশ্চর্য হবার কি আছে !
3460611

captcha