IQNA

লক্ষাধিক যায়েরদের নিরাপত্তায় ২৫ হাজার সৈন্য মোতায়েন

23:48 - December 12, 2015
সংবাদ: 3462307
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)এর যায়েরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করার খবর দিয়েছেন নাজাফের গভর্নর।

বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ১১ই ডিসেম্বর লক্ষাধিক যায়ের নাজাফে আশরাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারে গিয়েছেন।
ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক যায়ের মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান উদযাপন করার জন্য নবী (সা.)এর ওসি ও প্রতিনিধি ইমাম আলী (আ.)এর মাজারে উপস্থিত হয়েছেন।
এ ব্যাপারে ইরাকের ‘আস-সুমারিয়া নিউজ’ এক প্রতিবেদনে লিখেছে: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে যায়েরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করার খবর জানিয়েছেন নাজাফে আশরাফে গভর্নর ‘লুইল ইয়াসরা’।
তিনি বলেন: স্বেচ্ছাসেবী কর্মীরাও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত এবং যায়েরদের নিরাপত্তার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে।
ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)এর মাযারের অন্তর্ভুক্ত ওয়েব সাইটে প্রকাশ হয়েছে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারের প্রাঙ্গণসমূহে লক্ষাধিক যায়েরের সমাগম ছিল।
3462058
 

captcha