IQNA

পাকিস্তানে শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলায় আহত ও নিহতের সংখ্যা ৪৫

22:41 - December 13, 2015
সংবাদ: 3462779
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার জেলায় শিয়া অধ্যুষিত এলাকায় একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ (১৩ই ডিসেম্বর) পারাচিনার জেলায় একটি কাপড়ের হাটে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ ব্যক্তি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।
বোমা বিস্ফোরণের সময় হাটটি মানুষে পরিপূর্ণ ছিল এবং তারা কেনাকাটায় ব্যস্ত ছিলেন। তবে এর আগে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেটি দূর নিয়ন্ত্রিত বোমা ছিল নাকি কোনো এক ব্যক্তি হামলা চালিয়েছিল সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারিনি। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত চলছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি। তবে পাকিস্তানে এধরণের সন্ত্রাসী মূলক কর্ম সাধারণত তালেবান ও আল কায়দা করে থাকে।
কোররাম এজেন্সির রাজধানী পারাচিনার তিন দিকেই আফগানিস্তানের সীমান্ত থাকায় এটি সংবেদনশীল উপজাতীয় এলাকা হিসেবে গণ্য করা হয়। উগ্র সন্ত্রাসীরা এক সময় পারাচিনার সীমান্তকেই তাদের যাতায়াতের জন্য একমাত্র রুট হিসেবে ব্যবহার করত।
3462731

captcha