IQNA

মোহাম্মদ জাওয়াদ জারিফ :

নাইজের মুসলমানদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন

15:51 - December 14, 2015
সংবাদ: 3463127
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মুসলমানদের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়েমার সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান তিনি।

বার্তা সংস্থা ইকনা: তেহরান এবং আবুজার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জারিফ নাইজেরিয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি নাইজেরিয়ার জারিয়া এলাকায় সেনাবাহিনীর হামলায় বহু মুসলমান নিহত হওয়ার পাশাপাশি আরো অনেকে আহত হয়।

মুসলমানদের ওপর কঠোর দমন পীড়ন ও আগ্রাসন বন্ধ করার পাশাপাশি দেশে অবিলম্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নাইজেরিয়ার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জারিফ জোর আশাবাদ ব্যক্ত করেন। টেলিফোনালাপে জারিয়া এলাকায় সংঘাত অবসানের মাধ্যমে সেখানে শিগগিরি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নাইজেরিয়ার সিনিয়র কর্মকর্তারা আলোচনায় বসেছেন বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওনিয়েমার।

এর আগে গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেন, নাইজেরিয়া বর্তমানে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলা করছে। তাই এখন সেখানে কোনো হঠকারী এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণ করার পরিবর্তে শান্তি ও ঐক্য বজার রাখার ওপর অগ্রাধিকার দেয়া উচিত। নাইজেরিয়ার সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া এলাকায় ইসলামি আন্দোলনের নেতা প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ ইব্রাহিম আল-জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তার অন্তত ১৫ জন অনুসারীকে হত্যা করার পাশাপাশি তাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে ইসলামি আন্দোলনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ এর মুখপাত্রও রয়েছেন। এছাড়া, হামলায় জাকজাকির স্ত্রী এবং তার সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
3463064

captcha