IQNA

সিরিয়ায় সন্ত্রাসীদের বোমা হামলা: আহত ২৫ ও নিহত ৭০

23:48 - December 14, 2015
সংবাদ: 3463208
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার শিয়া অধ্যুষিত এলাকা হোমসে শহরে ১২ই ডিসেম্বর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং অপর ৭০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এক বিকৃতিতে দায়েশ ঘোষণা করেছে: হোমাস শহরের ‘আয-যাহরা’ নামক অঞ্চলে ‘আবু আহমাদ আল হোমাসী’ রাফেজীদের (অর্থাৎ ঐ অঞ্চলের শিয়াদের) মধ্যে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণের ফলে ২৫ জন নিহত এবং অপর ৭০ জন আহত হয়েছে।
বোমা রক্ষিত এ গাড়িটি শিয়া অধ্যুষিত ‘আয-যাহরা’ অঞ্চলে শিয়া মুসলমানদের যাতায়াত পথে তথা ‘আল আহালী’ নামক হাসপাতাল এবং ‘আন-নাহজা’ নামক ভবনের মধ্যকার একটি রাস্তায় বিস্ফোরণ ঘটায়।
আল আলাম জানিয়েছে, আয যাহরার সন্ত্রাসীদের বোমা হামলার ফলে ২০ জন নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এছাড়াও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অপর একটি হামলায় গ্যাস ক্যানিস্টার গুদাম ধ্বংস করেছে। এ হামলার ফলে কমপক্ষে ১৬ জন নিহত এবং অপর ৫৪ জন আহত হয়েছে।
3462563
 

captcha