বার্তা সংস্থা ইকনা : হকিংসের এমন পদক্ষেপের দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে তাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে।
অবশ্য তাকে বাধ্যতামূলক ছুটি প্রদানের খবর অত্যন্ত দ্রুততার সাথে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলমানরা বিভিন্ন বার্তা প্রেরণের মাধ্যমে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
হুইটন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এ অধ্যাপক জানিয়েছেন যে, তাকে বরখাস্ত করা হলেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন না।
মার্কিন অমুসলিম এ অধ্যাপক আরো বলেছেন : যখন মুসলিম ভাই-বোনদেরকে কোনঠাসা করা হচ্ছে তখন খ্রিষ্টানদের উচিত তাদের প্রতি ভালবাসা দেখানো। খ্রিষ্টান ধর্মের প্রতি আমার ভালবাসা এবং প্রতিবেশীর প্রতি ভালবাসা প্রদর্শনের যে নির্দেশ এ ধর্ম আমাকে দেয় তার ভিত্তিতে আমি এ পদক্ষেপ নিয়েছি।
উল্লেখ্য, মুসলমানদের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর লারিসিয়া হকিংস এ পদক্ষেপ গ্রহণ করেন।#3465684
সূত্র : দৈনিক ইন্ডিপেন্ডেন্ট