বার্তা সংস্থা ইকনা: মিশরীয় দারুল ফতোয়া, ইলেকট্রনিক ডাটাবেসে এবং তার ফেসবুক পাতায় মহানবী হযরত মুহাম্মাদের (সা.) সঠিক পরিচয় তুলে ধরার লক্ষে ইংরেজিতে তৃতীয় আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু করছে।
রবিউল আওয়াল এবং পবিত্র মিলাদুননবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মাদের (সা.) সঠিক পরিচয় তুলে ধরার লক্ষে এই ক্যাম্পেইনটি চালু করা হচ্ছে। যার মাধ্যমে ১০ মিলিয়ন অমুসলিম মহানবীর সিরাত এবং জীবনধারা সম্পর্কে পরিচিত হবে।
ড. ইব্রাহীম নাজম বলেন: ইসলামের সঠিক চেহারা সবার কাছে স্পষ্ট করার জন্য এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। কেননা কিছু সন্ত্রাসী গোষ্ঠী ইসলামের নামে অপরাধ ঘটিয়ে ইসলামের পবিত্র ও শান্তিপূর্ণ চেহারাকে নষ্ট করার পায়তারা চালাচ্ছে।
3465658