IQNA

ইসরাইলি বিমান হামলায় শহীদ হলেন হিজবুল্লাহ কমান্ডার ‘সামির কান্তার’

14:52 - December 20, 2015
সংবাদ: 3467421
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাজধানী দামেস্কের কাছে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরাইল। আকাশপথে যায়নবাদীদের এ হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র এক উচ্চপদস্থ কমান্ডার শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: রাজধানী দামেস্কের কাছে একটি আবাসিক ভবন লক্ষ্য করে দূর নিয়ন্ত্রিত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। এতে হিজবুল্লাহ কমান্ডার ‘সামির কান্তার’ শহীদ হন।
হিজবুল্লাহর মিডিয়া সেল জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জারামানা শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। হামলায় সামির কান্তার ছাড়া আরো অন্তত দুই ব্যক্তি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে।
২৯ বছর আটক থাকার পর ২০০৮ সালে ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে মুক্তি পান কান্তার। হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে বন্দি বিনিময়ের আওতায় কান্তারকে মুক্তি দেয়া হয়েছিল।
ইসরাইলি কর্মকর্তা জানিয়েছে, যায়নবাদীর সামরিক বাহিনীর ৫ সদস্যকে কান্তার হত্যা করেছে। এ জন্য তাকে ৫ বার যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সামির কান্তারের শহীদ হওয়ার খবরটি নিশ্চিত করেছে হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আজ রবিবার (৩০ ডিসেম্বর) কমান্ডার ‘সামির কান্তার’ শহীদের খবরটি নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইল, সিরিয়ায় রাজধানী দামেস্কের কাছে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর এ হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র উচ্চপদস্থ কমান্ডার সামির কান্তার শহীদ হয়েছেন।
3467126

captcha