IQNA

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল গ্রিসের পার্লামেন্ট : ইসরাইলের ক্ষোভ

5:09 - December 23, 2015
সংবাদ: 3468444
আন্তর্জাতিক ডেস্ক: ফলে গ্রিসের রাষ্ট্রীয় নথিপত্রে এখন থেকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ'র পরিবর্তে ফিলিস্তিন শব্দ ব্যবহার করা হবে।


বার্তা সংস্থা ইকনা : গ্রিসের পার্লামেন্ট গতকাল মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। দেশটির সংসদে এ সংক্রান্ত প্রস্তাবটি আজ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে ভোটাভুটির সময় ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন।  এ স্বীকৃতিকে রাষ্ট্রীয় স্বীকৃতি না বলে সংসদীয় স্বীকৃতি বলা হচ্ছে।

তবে ভবিষ্যতে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে সংসদের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া এর ফলে গ্রিসের রাষ্ট্রীয় নথিপত্রে এখন থেকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ'র পরিবর্তে ফিলিস্তিন শব্দ ব্যবহার করা হবে।

এর আগে দেশটির পার্লামেন্টের বৈদেশিক বিষয়ক কমিটি এবং প্রতিরক্ষা কমিটি সর্বসম্মতিক্রমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার একটি প্রস্তাব পাস করেছে।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গত রোববার থেকে গ্রিস সফর শুরু করেছেন। এরইমধ্যে তিনি প্রেসিডেন্ট প্রোকোপিম পাভলোপৌলাস এবং প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গ্রিসের সংসদের আজকের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ইহুদিবাদী ইসরাইল।#

সূত্র : শীর্ষনিউজ

captcha