IQNA

সামেররায় দায়েশের দুটি গোপন আস্তানা জব্দ

23:47 - May 10, 2018
1
সংবাদ: 2605727
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী গতকাল (৯ মে) একজন আত্মঘাতী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে এবং দায়েশের দুটি গোপন আস্তানা ধ্বংস করেছে।

যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা মিডিয়ার মুখপাত্র কর্নেল ইয়াহিয়া রাসুল বলেন: ইরাকি নিরাপত্তা বাহিনী ইরাকের বাশকান এবং টেলুজ জাব এলাকায় ব্যাপক ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে।
তিনি বলেন: এসময় নিরাপত্তা কর্মীরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুটি গোপন আস্তানার সন্ধান পায়। এরমধ্যে একটিতে বিপুল পরিমাণ লোহা কাঁচি এবং অপরটিতে দায়েশের সদস্যদের খাদ্য রাখা ছিল।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
grrshbvc
0
0
20
captcha