বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা মিডিয়ার মুখপাত্র কর্নেল ইয়াহিয়া রাসুল বলেন: ইরাকি নিরাপত্তা বাহিনী ইরাকের বাশকান এবং টেলুজ জাব এলাকায় ব্যাপক ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে।
তিনি বলেন: এসময় নিরাপত্তা কর্মীরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুটি গোপন আস্তানার সন্ধান পায়। এরমধ্যে একটিতে বিপুল পরিমাণ লোহা কাঁচি এবং অপরটিতে দায়েশের সদস্যদের খাদ্য রাখা ছিল।
iqna