IQNA

ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শেষ কুরআন তেলাওয়াত + ভিডিও

22:53 - September 26, 2015
সংবাদ: 3370938
আন্তর্জাতিক ডেস্ক: মিনা দুর্ঘটনায় ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি ‘মুহসেন হাজি হাসানি কারগার’ শাহাদাত বরণ করেছেন। চলতি বছরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘মুহসেন হাজি হাসানি কারগার’ প্রথম স্থানের অধিকারী অর্জন করেন।

বার্তা সংস্থা ইকনা: এ ভিডিওতে ‘মুহসেন হাজি হাসানি কারগার’ যে কুরআন তেলাওয়াত করেন, তা প্রায় এক সপ্তাহ পূর্বে বায়তুল হারামের মধ্যে তেলাওয়াত করেছেন।
শহিদ মুহসেন হাজি হাসানি কারগারের এ কুরআন তেলাওয়াত সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

3370552


 

captcha