IQNA

লন্ডনে মুসলিম নারীর ওপর অমানবিক হামলা + ভিডিও

23:43 - November 16, 2015
সংবাদ: 3453433
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের মেট্রোয় এক মুসলিম নারীকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ইসলাম বিদ্বেষী।

বার্তা সংস্থা ইকনা: গত মঙ্গলবার স্থানীয় সময় ৪টার দিকে লন্ডনের মেট্রোয় (পাতাল রেল স্টেশন) এ ঘটনাটি ঘটে। প্রকাশিত ভিডিও’য় দেখা যায় ট্রেনের জন্য অপেক্ষারত এক নারীকে এক ব্যক্তি পিছন থেকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু ঘটনাক্রমে এই মুসলিম নারী চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পিছনে পরে যায়।
লন্ডনের পুলিশ জানিয়েছে, এই মুসলিম নারী মুখে ও মাথায় আঘাত পেয়েছে। তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানন্তর করা হয়।
এদিকে হত্যার অভিযোগে আক্রমনকারীকে গ্রেফতার করা হয়েছে।
3452980
 

 

captcha