IQNA

আঙ্কারায় হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী পালিত হবে

21:23 - December 09, 2015
সংবাদ: 3461850
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আঙ্কারায় শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আঙ্কারায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী, ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান ২৮শে সফর তথা ১০ই ডিসেম্বর স্থানীয় সময় ১৯টায় এশার নামাজের পর ইরানী কালচারাল সেন্টারে শুরু হবে। শোকানুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করা হবে এবং পরবর্তীতে দোয়া কুমাইন, বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হবে।
উক্ত শোকানুষ্ঠানে আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
3461758

captcha