IQNA

দশ দিনের মধ্যে রোকনাবাদি’র মৃত্যুর কারণ প্রকাশ করবে ইরান

23:35 - December 12, 2015
সংবাদ: 3462304
আন্তর্জাতিক ডেস: সৌদি আরবে মিনা ট্রাজেডি’তে নিহত সাবেক ইরানি রাষ্ট্রদূত গাজানফার রোকনাবাদি’র মৃত্যুর কারণ আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করবে ইরান।

বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট কূটনীতিক এবং লেবাননে নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত গাজানফার রোকনাবাদি মৃত্যুর কারণ আগামী দশ দিনের মধ্যে সনাক্ত করে তার পরিবারকে ঘোষণা করবে দেশটির ফরেনসিক মেডিসিন প্রতিষ্ঠান।
প্রতিবেদন অনুযায়ী, এর পূর্বে DNA টেস্টের মাধ্যমে গাজানফার রোকনাবাদি’র লাশ সনাক্ত ও নিশ্চিত করা হয়।
বলাবাহুল্য, রোকনাবাদির মৃত্যুর কারণের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে মৃত্যু হয়েছে। এদিকে ইরানের চিকিৎসক বিশেষজ্ঞগণ রোকনাবাদির মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় গবেষণা চালাচ্ছে।
3462227

captcha