বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট কূটনীতিক এবং লেবাননে নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত গাজানফার রোকনাবাদি মৃত্যুর কারণ আগামী দশ দিনের মধ্যে সনাক্ত করে তার পরিবারকে ঘোষণা করবে দেশটির ফরেনসিক মেডিসিন প্রতিষ্ঠান।
প্রতিবেদন অনুযায়ী, এর পূর্বে DNA টেস্টের মাধ্যমে গাজানফার রোকনাবাদি’র লাশ সনাক্ত ও নিশ্চিত করা হয়।
বলাবাহুল্য, রোকনাবাদির মৃত্যুর কারণের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে মৃত্যু হয়েছে। এদিকে ইরানের চিকিৎসক বিশেষজ্ঞগণ রোকনাবাদির মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় গবেষণা চালাচ্ছে।
3462227