IQNA

নাইজেরিয়ায় শিয়া মুসলমানদের ওপর হামলার নিন্দায় ইরাকে হিজবুল্লাহ

23:52 - December 14, 2015
সংবাদ: 3463211
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় শিয়া মুসলমানদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছ ইরাকে হিজবুল্লাহ’র নেতাগণ।

বার্তা সংস্থা ইকনা: ইরাক হিজবুল্লাহ ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘নাইজেরিয়ায় আহলে বাইত (আ.)এর অনুসারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি’।
এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিনা কারণে নাইজেরিয়ায় শিয়া মুসলমানদের ওপর হামলা করেছে সামরিক বাহিনী অথচ সেদেশের অপরাধী চক্র "বোকো হারাম" দীর্ঘদিন যাবত নিরীহ মানুষকে হত্যা করছে। এ ব্যাপারে তারা কোন পদক্ষেপই গ্রহণ করছে না।
সামরিক বাহিনীর হামলায় শিয়া নেতার স্ত্রী ও সন্ত্রাস শহীদ হয়েছেন
নাইজেরিয়ার সৈন্যরা সেদেশের শিয়া মুসলমানরে নেতা শেখ ইব্রাহীম আল যাকযাকিকে ধরে নিয়ে যায় এবং তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও সন্তানকে শহীদ করে।
বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে নাইজেরিয়ায় সামরিক বাহিনীর হামলায় ৩০০ জনের অধিক শিয়া মুসলমান শহীদ হয়েছেন। হামলার ফলে প্রখ্যাত শিয়া নেতা ইব্রাহীম যাকযাকির ব্যক্তিগত ডাক্তার, উপদেষ্টা এবং তার স্ত্রী ও ছেলেও শহীদ হয়েছেন।
৩০০ জন শিয়া মুসলমান হত্যার ব্যাপারে নাইজেরিয়ান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, শিয়া মুসলমানেরা রাস্তা অবরোধ করে রেখেছিল এবং এ বিষয়টি তাদের সহ্য করার মত ছিল না!

3463049

 

captcha