IQNA

কোয়েটায় ভয়াবহ হামলার দায় স্বীকার করল সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-আহরার

17:42 - August 09, 2016
সংবাদ: 2601354
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় আইনজীবীদের ওপর ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি জামায়াতে আল-আহরার ও দায়েশ।
কোয়েটায় ভয়াবহ হামলার দায় স্বীকার করল সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-আহরার
বার্তা সংস্থা ইকনা: গতকাল (৮ আগস্ট) পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষরা এই হামলার জন্য একদিন পরে তাকফিরি গোষ্ঠীর হাত রয়েছে বলে সন্দেহ করেছে। এদিকে আজ তাকফির গোষ্ঠী আল-আহরার এই হামলার দায়ভার স্বীকার করেছে।
এ ব্যাপারে 'আজ নিউজ' ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের খালিদ খোরাসানী'র শাখা এই হামলার দায় স্বীকার করেছে।
এছাড়াও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তাকফিরি গোষ্ঠী দায়েশের নিজস্ব ওয়েবসাইটে এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানে আইনজীবীদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। সন্ত্রাসীদের এই হামলার ফলে ৭১ জন নিহত ও ১০২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকা জনক।
পাকিস্তান তত্ত্ব পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মাদ খান শিরানী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন: কারা এই সন্ত্রাসী গোষ্ঠীদের গড়ে তুলছে এবং তাদেরকে সমর্থন করে যাচ্ছে?
বলাবাহুল্য, কোয়েটার শিয়া মুসলমানদের ওপর অসংখ্য বার আল-আহরার গোষ্ঠী হামলা চালিয়েছে। পাকিস্তানে যদি এতদিন এসকল হামলার সঠিক তদন্ত করা হত, তাহলে পাকিস্তানের জনগণদের এই তিক্ত ঘটনার সাক্ষী দিতে হত না।
iqna



captcha