IQNA

ইয়েমেনের কুরআনিক স্কুলে সৌদি হামলা: শিক্ষার্থী সহ আহত ২০ ও নিহত ৮

16:30 - August 13, 2016
সংবাদ: 2601374
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা প্রদেশের হিরন শহরের জুমা বিন ফাজেল এলাকার একটি কুরআনিক স্কুলে সৌদি সেনারা আকাশ পথে হামলা চালিয়েছ। সৌদি আরবের এই নৃশংস হামলার ফলে ২০ জন আহত ও ৮ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: হিরন শহরের এক উৎস জানিয়েছে, সৌদি যুদ্ধ বিমান আজ (১৩ই আগস্ট) সকালে সা'দা প্রদেশের একটি হেফজে কুরআন স্কুলে বোমা বর্ষণ করে স্কুলটি ধ্বংস করেছে। হামলার সময় স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে ছিল। স্কুল শিক্ষার্থীদের ওপর সৌদির এই নৃশংস হামলার ফলে ৬ জন শিক্ষার্থী সহ এক নারী ও এক পুরুষ নিহত হয়েছে এবং অপর ২০ জন আহত হয়েছেন।

এই উৎস আরও জানিয়েছে, সৌদি হানাদারদের অব্যাহত বিমান হামলা ফলে আহতদের সাহায্যার্থে ত্রাণ প্রেরণ এবং তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।

সৌদির এই পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এই উৎস ঘোষণা করেছে: এধরণের পাশবিক হামলার মাধ্যমে সৌদি প্রমাণ করছে যে, তারা ইয়েমেনের নারী, পুরুষ ও শিশু সহ সকল জনগণকে ঘৃণা করে।

কুরআনিক স্কুলে হামলায় আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইয়েমেন ، সৌদি ، কুরআন ، ইকনা
captcha