IQNA

কেন আমরা ইমাম মাহদীকে দেখতে পাই না?

0:46 - June 03, 2017
সংবাদ: 2603199
কেন সাধারণ মানুষরা ইমাম মাহদীকে দেখতে পায় না, তা ইমাম মাহদী নিজেই বলেছেন: «فَمَا یَِحبِسُنا عَنهُم إلاّ مَا یَتَّصِلُ بِنا مِمّا نَکرَهُهُ»
কেন আমরা ইমাম মাহদীকে দেখতে পাই না?

মানুষরা কেন ইমাম মাহধীকে দেখতে পায় না, সে সম্পর্কে ইমাম মাহদী(আ.) নিজেই বলেছেন: «فَمَا یَِحبِسُنا عَنهُم إلاّ مَا یَتَّصِلُ بِنا مِمّا نَکرَهُهُ».  কোন কিছুই আমাদেরকে আমাদের শিয়াদের থেকে দূরে রাখে না। তবে তাদের গোনাহ ও অন্যায় কাজ ছাড়া।

ইমাম মাহদীর এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে, আমরা আমাদের অন্যায় ও গোনাহের কারণে ইমাম মাহদীর সাক্ষাত পাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকি।

সূত্র: বিহারুল আনওয়ার ৫৩তম খণ্ড, পৃ: ১৭৬

captcha