IQNA

কারবালায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করল দায়েশ

23:57 - June 09, 2017
সংবাদ: 2603223
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল কারবালায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
কারবালায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করল দায়েশ
বার্তা সংস্থা ইকনা: আজ সকালে ইরাকের পবিত্র নগরী কারবালায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
কারবালার প্রাণকেন্দ্রস্থ একটি গাড়ি পার্কিংয়ে সন্ত্রাসীদের এই আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং অপর ১৬ জন আহত হয়েছেন।
এছাড়াও ইরাকের বাবেল প্রদেশে সন্ত্রাসীদের অপর এক নৃশংস হামলার ফলে ২১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
এই হামলার দায়ভারও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে গ্রহণ করেছে।    
iqna




captcha