
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এমন কিছু কাজ ও বৈশিষ্ট্য আছে যার কারণে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যেমন: সাহসিকতার অভাব থাকলে বা মানুষ যদি ভিতু হয় তাহলে সে অনিচ্ছা সত্ত্বেও অন্যায় পথে চলে যায়।
আর একারণেই যারা ভিতু ছিল ইবনে যিয়াদ তাদেরকে ভয় দেখিয়ে নিজের পক্ষে এবং ইমাম হুসাইনের বিরুদ্ধে নিয়ে যায়।
লোভও এমন একটি জিনিস যা মানুষকে অন্যায় পথে পরিচালিত করে। আর এ জন্যই ইবনে যিয়াদ যারা লোভি ছিল তাদেরকে ক্ষমতা, টাকা পয়সা এবং বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে ইবনে যিয়াদ তাদেরকে ইমাম হুসাইনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল।
আরেকটি জিনিস হল হারাম খাদ্য, যারা হারাম পথে উপার্জন করে এবং হারাম খায় তারা কখনোই সত্য পথে চলতে পারে না। হারামের বৈশিষ্ট্যই হচ্ছে অন্যায় পথে পরিচালিত করা। আর এ জন্যই ইমাম হুসাইনি(আ.) আশুরার দিন বলেছিলেন: তোমরা জান যে আমি সঠিক ও সত্য পথে আছি আর ইয়াজিদ বাতিল পথে রয়েছে। তারপরও তোমরা আমার কথা শুনছ না কেননা তোমাদের উদরসমূহ হারামে পরিপূর্ণ হয়ে গেছে। সে কারণে তোমরা আমার ডাকে সাড়া দিচ্ছ না।
সুতরাং আমরাও যতই নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া নুদবা পড়ি, কুমাইল পড়ি আর ভাল কাজ করি না কেন। যদি ভীতু হই, লোভি হই এবং হারাম খাদ্য খাই তাহলে আমরাও ইমাম মাহদীর সাহায্যকারী হতে পারব না। বরং উল্টো ইমাম মাহদীর বিরুদ্ধে চলে যাব এবং তখন আমাদের ধ্বংস অনিবার্য। শাবিস্তান