IQNA

13:09 - May 10, 2022
সংবাদ: 3471834
তেহরান (ইকনা): নিলামে উঠছে মোহনদাস করমচাঁদ গান্ধীর ব্যক্তিগত বেশ কিছু জিনিস। ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ সংস্থাটির ধারণা, গান্ধীর স্মৃতি-বিজড়িত ওই জিনিসগুলো অন্তত পাঁচ লাখ পাউন্ডে বিক্রি হবে।

২০২০ সালে গান্ধীর ব্যবহার করা একটি চশমা আড়াই লাখ পাউন্ডে বিক্রি করেছিল সংস্থাটি।

এবারের নিলামে রয়েছে গান্ধীর ব্যবহৃত দু’টি চশমা, তাঁর হাতে বোনা দুই টুকরো খদ্দরের কাপড়, তাঁর নিজের বানানো এবং ব্যবহার করা খড়ম, তাঁর ব্যবহার করা একটি কালির দোয়াত এবং গান্ধীর লেখা বেশ কয়েকটি চিঠি।

এছাড়া রয়েছে সর্দার বল্লভভাই পাটেলের গান্ধীকে লেখা কয়েকটি চিঠিও। গান্ধীর বেশ কয়েকটি ছবিও রয়েছে।

নিলাম সংস্থার দাবি, তার মধ্যে একটি সম্ভবত গান্ধীর জীবদ্দশায় তোলা শেষ ছবি। ১৯৪৭ সালের কোনো এক সময়ে দিল্লির বিড়লা হাউসে গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক এই ছবিটি তুলেছিলেন।

সাদা-কালো ছবিটিতে দেখা যায়, চারপাইয়ে বসে কথা বলছেন গান্ধী, মাথায় টুপি।

সংস্থার প্রতিনিধি অয়ান্ড্রু স্টো জানান, প্রতিটি জিনিসের ঐতিহাসিক মূল্য অপরিসীম।

২১ মে পর্যন্ত অনলাইনে নিলাম চালু থাকবে। চাইলে কেউ অ্যাপয়েনমেন্ট নিয়ে নিলাম সংস্থার ব্রিস্টল দপ্তরেইগয়ে জিনিসগুলো দেখেও যেতে পারেন।
সূত্র: ডেইলি মিরর।

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: