IQNA

সংবাদপত্রে কুরআনের আয়াত প্রকাশ করা অবৈধ: পাকিস্তানের তথ্য মন্ত্রী

18:27 - August 09, 2016
সংবাদ: 2601356
আন্তর্জাতিক ডেস্ক: সংবাদপত্রে কুরআনের আয়াত এবং তার অর্থ প্রকাশ করা বেআইনি এবং যদি কেহ প্রকাশ করে তাহলে সে এই পবিত্র গ্রন্থের অবমাননা করবে বলে ঘোষণা করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রী।
সংবাদপত্রে কুরআনের আয়াত প্রকাশ করা অবৈধ: পাকিস্তানের তথ্য মন্ত্রী


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল (১৮ আগস্ট) সংবাদপত্রে কুরআনে আয়াত প্রচারের ব্যাপারে প্রশ্ন করা হলে, এমন মন্তব্য করেন দেশটির তথ্য মন্ত্রী।

পাকিস্তানের তথ্য মন্ত্রী বলেন: এটা সত্যি যে, সংবাদপত্রে বিভিন্ন সংবাদের পাশাপাশি শিক্ষামূলক তথ্যও প্রচার করা হয়। তবে আপাতত যদি কেউ সংবাদপত্রে কুরআনের আয়াত এবং তার অর্থ প্রকাশ করে, তাহলে সে আইন লঙ্ঘন করবে।

পাকিস্তানের জাতীয় পরিষদে এ ব্যাপারে দুটি প্রশ্ন করা হয়, কুরআনের আয়াত পত্রিকায় প্রকাশ করলে কি এই পবিত্র কিতাবের অবমাননা হবে? এবং যদি এমন হয় তাহলে এ ব্যাপারে সরকার কি করতে পারে।

এ ঘটনার পর পাকিস্তানের মিডিয়া ইনফরমেশন ব্যুরো'র নিকট সেদেশের ধর্ম মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে,

এ ঘটনার পর পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সেদেশের মিডিয়া ইনফরমেশন ব্যুরো'র নিকট আহ্বান জানিয়েছে, তারা যেন সকল মিডিয়ার সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে অবগত করে যে, পবিত্র কুরআনের সম্মান রক্ষা করার জন্য কোন পত্রিকায় যেন কোন আয়াত প্রকাশ না করে।

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، পাকিস্তান ، ইকনা
captcha