বার্তা সংস্থা ইকনা: মুসলিম হিজাবী নারীর ওপর হামলার এই ভিডিওটি তার বন্ধু ফেসবুকে আপলোড করেছেন। ভিডিওতে দেখা যায় ঘাতক ঠিক হিজাবী নারীর পিছনে অবস্থান করে এবং হিজাবী নারীকে উদ্দেশ্য করে সে অবমাননাকর উক্তি ব্যক্ত করে। ইসলাম বিদ্বেষী নারীর কথা শুনে হিজাবী নারী তাকে তার আগে যেতে অনুরোধ করে। তখন ঐ বর্ণবাদী নারী, মুসলিম নারীর ওপর হামলা চালায়।
হামলার সময় ঘাতক চিৎকার করে বলে: "যদি কখনোই মুসলমানদের আমেরিকায় প্রবেশের অধিকার না দিতাম তাহলে ভালো হতো"। একথা বলে মুসলিম নারীকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেয়ার ফলে তিনি মাটিতে পরে যান।
মুসলিম নারী তকে বলে আমি আমেরিকান এবং আমেরিকায় জন্মগ্রহণ করেছি। এর প্রতিদত্তরে ঘাতক বলে: "আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছে: ওবামা এখন আর প্রেসিডেন্ট নয় যে মুসলমানদের সমর্থন করবে"।
হামলার এই ভিডিওটি রবিবার (৭ মে) আপলোড করা হয়েছে এবং এ পর্যন্ত তিন লক্ষের অধিক ভিজিট করেছে।