IQNA

ইসলাম গ্রহণ করলেন সুইডিশ ফুটবলার

23:07 - May 15, 2018
সংবাদ: 2605761
সুইডেনের অনূর্ব্ধ-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রনজা অ্যান্ডারসন ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওই ফুটবল দলের গোলরক্ষক। এর আগে কয়েক বছর ইসলাম সম্পর্কে পড়াশুনা করেছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।


বার্তা সংস্থা ইকনা: শুক্রবার অ্যাবাউট ইসলামের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ গণমাধ্যম আফতনব্লাডেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মুসলিম হওয়ায় আমি গর্বিত।’উপ্পাসালা ওমেন’স ফুটবল টিমের সদস্য অ্যান্ডারসন বলেছেন, যখন তার বয়স ১৫, তখন এক বন্ধুর মাধ্যমে তিনি ইসলাম সম্পর্কে জানেন। এরপর থেকেই তিনি ইসলাম সম্পর্কে পড়াশুনা শুরু করেন এবং বুঝতে পারেন যে, ইসলাম একটি আলো।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারলাম, ইসলামে অনেক চমৎকার জিনিস আছে এবং সেগুলো আমাকে আকৃষ্ট করে। এরপর আমি ধর্মীয় (ইসলাম) বিভিন্ন কর্মসূচিতে যোগ দেই। মসজিদেও যাই।’ এমটিনিউজ

captcha