বার্তা সংস্থা ইকনা: পুলিশ জানিয়েছে, গতকাল (৫ আগস্ট) ফজরের নামাজের সময় এই বিস্ফোরণটি ঘটে।
ব্লুমিনটুনেরে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের সময় প্রায় ২০ জন মুসল্লি মসজিদের ভিতরে নামাজ আদায় করছিল। এই বিস্ফোরণের ফলে কোন মুসল্লির ক্ষতি হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সকাল ৫:০৫ মিনিটে দারুল ফারুক ইসলামিক কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ২০ জন মুসল্লি নামাজের জন্য এই ইসলামিক সেন্টারে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের ফলে কোন মুসল্লির ক্ষতি হয়নি। তবে পেশ ইমামের দপ্তরের জানালা ও দেয়ালে ক্ষতি হয়েছে।
ইসলামী সেন্টারের নির্বাহী পরিচালক 'মুহাম্মাদ ওমর' বলেন: বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে এক মুসল্লি এই কেন্দ্রের গাড়ী পার্কিং থেকে একটি ট্রাককে দ্রুত পালিয়ে যেতে দেখেছে।
ব্লুমিনটুন শহরের পুলিশ প্রধান বলেন: আমরা যখন ঘটনাস্থলে পৌছায় তখন ঘটনাস্থলে বিস্ফোরণের ফলে আগুন এবং ধুয়া দেখতে পায়। আমরা ইসলামি কেন্দ্রের মসজিদের ক্যামেরা থেকে ঘাতককে গ্রেফতার করার চেষ্টা করছি।
iqna