IQNA

আমেরিকার প্রকৃত স্বরূপ তুলে ধরা কেন জরুরি?

15:42 - June 13, 2017
সংবাদ: 2603251
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে বিরাজমান সংকটের পেছনে আমেরিকার ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
আমেরিকার প্রকৃত স্বরূপ তুলে ধরা কেন জরুরি?
বার্তা সংস্থা ইকনা: তিনি ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের পর মার্কিন কর্মকর্তাদের কিছু কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো অন্যদের ওপর তাদের ইচ্ছাকে চাপিয়ে দেয়ার জন্য নানান কৌশল অবলম্বন করে। এ ধরণের একটি কৌশল হচ্ছে, বলদর্পী শক্তিগুলো আন্তর্জাতিক রীতিনীতির কথা বলে কেবল নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা চালায় যাতে আন্তর্জাতিক আইন ভঙ্গের দায়ে স্বাধীনচেতা দেশগুলোকে অভিযুক্ত করা যায়। এ প্রসংগে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, মার্কিন লক্ষ্য উদ্দেশ্য ও ষড়যন্ত্র যদি সঠিকভাবে চিহ্নিত করা যায় তাহলে বিরাজমান বহু সমস্যার প্রকৃত কারণ সবার কাছেই স্পষ্ট হয়ে উঠবে।

খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ ও লেখক নওম চমেস্কি কিছুদিন আগে এক সাক্ষাতকারে ইরান সবচেয়ে বড় হুমকি বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করে থাকেন সে সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেছেন, "আমেরিকা ইরানকে শান্তির জন্য বড় হুমকি বলে মনে করে কিন্তু খোদ আমেরিকাতে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বিশ্ববাসী মনে করে ইরান নয় বরং আমেরিকাই বিশ্ব শান্তির জন্য প্রধান হুমকি।

অবশ্য শুধু নওম চমেস্কি নন বরং ইরানের বিরুদ্ধে এ ধরণের অভিযোগের পেছনে আমেরিকার গোপন উদ্দেশ্যের বিষয়ে আরো বহু চিন্তাবিদ বক্তব্য রেখেছেন। মার্কিন রিপাবলিকান দলের সিনেটর রন পলও কয়েক মাস আগে সিনেটের এক অধিবেশনে বলেছিলেন, ইরানের ব্যাপারে আমরা এতটাই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছি যে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দাপিয়ে বেড়ানো সৌদি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা উগ্র ওয়াহাবিদের বিপদের কথা আমরা যেন ভুলেই গেছি। তিনি আরো বলেন, উগ্র ওয়াহাবি সন্ত্রাসীদের একটি বিরাট অংশকে ইরান নয় বরং সৌদি আরবই সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন স্থানে যুদ্ধ বাধানো, বিশ্বে গোলযোগ সৃষ্টি করা, টোকিও আবহাওয়া কনভেনশন থেকে শুরু করে প্যারিস জলবায়ুসহ আন্তর্জাতিক সব চুক্তি লঙ্ঘন করা, পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ সংক্রান্ত এনপিটি চুক্তি উপেক্ষা করা, সন্ত্রাসবাদ মোকাবেলার কথা বলে পরমাণু বোমা হামলার হুমকি, অবাধ বাণিজ্যের পথে বাধা সৃষ্টি, দায়েশের মতো সন্ত্রাসীদের প্রতি সমর্থন দান এসবই আমেরিকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দৃষ্টান্ত। আন্তর্জাতিক আইন বিরোধী আমেরিকার এইসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে বিরাজমান সংকটের পেছনে তাদের হাত থাকার প্রমাণ পাওয়া যায়। এর ফলে প্রশ্ন ওঠে আমেরিকা কী সত্যিই বিশ্বে বিরাজমান সংকটের সমাধান চায়? যদিও এসব সমস্যা, হুমকি ও যুদ্ধবিগ্রহের মূল হোতা তারাই।

এ কারণে ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার প্রকৃত স্বরূপ চিহ্নিত ও উপলব্ধি করার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি তার বক্তব্যের অন্য অংশে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ইরান বিরোধী তৎপরতা, ষড়যন্ত্র ও হুমকি মোকাবেলায় ইরানের অবস্থান ও করণীয় দিক তুলে ধরেছেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু সমঝোতা বাস্তবায়নে আমেরিকার প্রতিশ্রুতি লঙ্ঘন, অর্থনৈতিক চাপ এবং হুমকি মোকাবেলায় নিজেদের নিরাপত্তা ও সামরিক শক্তি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার স্বরূপ তুলে ধরে বলেছেন, এমন অনেক সমস্যা রয়েছে আমেরিকাকে সঙ্গে নিয়ে যার কোনো সমাধান সম্ভব নয়। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদ, অস্থিতিশীলতা প্রভৃতির  অজুহাতে আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে অথচ আমেরিকা নিজেই এসব সন্ত্রাসীদের অর্থ ও অস্ত্র দিয়ে গড়ে তুলেছে।  এ অবস্থায় আমেরিকাকে সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
iqna
captcha